
জাফর আলম,কক্সবাজার।
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যংয়ের একটি সামাজিক ও মানবিক সংগঠন অটিজম ফর অটিস্টিক হিউম্যানিটি সংগঠনের উদ্যোগে আজ বাদে আচর হোয়াইক্যং স্টেশন চত্বরে প্রিতম প্লজায় ফ্রী মাক্স বিতরণ এর আয়োজন করা হয়,উক্ত বিতরণ অনুষ্ঠানে,প্রতিবন্ধী ও বিভিন্ন পেশাজীবি এবং পথচারী প্রায় ৩ শত জন মাঝে মাক্স বিতরণ করা হয়েছে,উক্ত মাক্স বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,ওই সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক তোফাইল আহাম্মদ,
চেয়ারম্যান ও তত্ত্বাবধায়ক হারুন সিকদার,
প্রধান উদ্যোক্তা সাইফুল ইসলাম শাকের,বিশেষ,উদ্যোক্তা নুরুল আমিন,হাফেজ,মোহাম্মদ কাউসার,আব্দুল আজিজ,মোঃ সাইফুল ইসলাম,নুরুল আমিন,মোহাম্মদ হাবিব,মোহাম্মদ রেজাউল,মোহাম্মদ ইমরান,মোঃ জাহাঙ্গীর আলম,