
ময়মনসিংহ মেডিকেল কলেজ
মহামারী এই করোনায় ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে করোনা শনাক্তের পরীক্ষার জন্য অনেকে ভুয়া নাম ও ঠিকানা ব্যবহার করেছেন। করোনায় আক্রান্তদের অনেকে মোবাইল নম্বরও ভুল দিয়েছেন। যার ফলে অনেককে খুঁজে পাচ্ছে না ময়মনসিংহ স্বাস্থ্য বিভাগ।
বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ সিভিল সার্জন ডা. এবিএম মসিউল আলম জানান, এই বিষয়টি আমলে নিয়ে স্বাস্থ্য অধিদফতর করোনা পরীক্ষা করাতে জাতীয় পরিচয়পত্র দেয়ার জন্য নির্দেশনা দিয়েছেন। এরই প্রেক্ষিতে গত ২৭ জুন থেকে করোনা পরীক্ষা করাতে আসা ব্যক্তিদের কাছ থেকে জাতীয় পরিচয়পত্র জমা রাখা হচ্ছে। এখন আর ভুয়া নাম ও ঠিকানা ব্যবহার করে করোনা পরীক্ষা করার সুযোগ নেই।