
বাংলা চলচ্চিত্র অভিনেতা ওয়াসিমুল বারী রাজিব। ২০০৪ সালের ১৪ নভেম্বর ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান অভিনেতা রাজীব। মৃত্যুর আগ পর্যন্ত বাংলা চলচ্চিত্রে রাজীবের শক্ত অবস্থান প্রমাণ করে তিনি একজন অসম্ভব জনপ্রিয় অভিনেতা ছিলেন।
অভিনেতা ওয়াসিমুল বারী রাজিবের মা হাজেরা খাতুন আজ বৃহস্পতিবার সকাল ১১:২০ মিনিটে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)
চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান এ তথ্য নিশ্চিত করেছেন।
জায়েদ খান জানান, হাজেরা খাতুন দীর্ঘদিন বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন।