
বিনোদন প্রতিবেদকঃ
সবাইকে কাঁদিয়ে গত ৬ জুলাই সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে না ফেরার দেশে চলে গেছেন বাংলা গানের সবার প্রিয় গায়ক। এন্ড্রু কিশোরের মৃত্যুর সময় তার দুই ছেলে-মেয়ে অস্ট্রেলিয়ায় ছিলেন। বাবার মৃত্যু সংবাদ শুনে সম্প্রতি দেশে ফিরেছেন তারা।
দেশে ফিরে এন্ড্রু কিশোরের শেষ বিদায়ের সকল প্রস্তুতি নিয়েছে তার ছেলে এন্ড্রু সপ্তক ও মেয়ে এন্ড্রু সঙ্গা। আজ (১৫ জুলাই) দুপুরে রাজশাহীতে তার নিজের দেখানো স্থানেই তাকে সমাধিস্থ করা হয়। এর আগে সকাল ৯টায় স্থানীয় রাজশাহীর স্থানীয় চার্চে নেওয়া হয় এন্ড্রু কিশোরের মরদেহ। পরে সাড়ে ১১টায় রাজশাহীর স্থানীয় খ্রিষ্টানদের কবরস্থানে সমাহিত করা হয় তাকে।
প্রিয় এই শিল্পীকে শেষ বিদায় জানাতে এসেছিলেন রাজশাহী ২ আসনের এমপি ফজলে হোসেন বাদশা, রাজশাহীর বিভিন্ন সংগীত প্রতিষ্ঠানের সদস্য ও শিক্ষকরা।
ঢাকা থেকে এন্ড্রু কিশোরকে শেষ বিদায় জানাতে এসেছিলেন জনপ্রিয় সুরকার ইথুন বাবু, চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান প্রমুখ