
সাকিব আল রোমানঃ
নজরকাড়া গ্ল্যামার দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তোলার মন্ত্র ভালোভাবেই জানেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরীমনি। তার ছবি পোস্ট মানেই সবখানে তোলপাড়। এবারও এর ব্যতিক্রম হলো না।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দুর্দান্ত ভঙ্গিমায় একটি ছবি পোস্ট করেছেন নায়িকা। নিজের ফেসবুক অ্যাকাউন্টের পাশাপাশি অফিশিয়াল পেইজেও ছবিটি প্রকাশ করেন। যা মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তোলে। ছবিটি প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যে লাইক পড়েছে ৪৭ হাজারের বেশি।
ছবিটির ক্যাপশনে পরিমনি লেখেন, আমরা নিজেরাই অনুভব করি যে আমরা যা করছি তা সমুদ্রের এক ফোঁটা পানি মাত্র। আর এই উক্তিটি যে মাদার তেরেসার সে কথাও বলতে ভুলেনি পরীমনি।
এদিকে, আগামী মাস থেকে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার শুটিংয়ে অংশ নেবেন এ নায়িকা। আবু রায়হান জুয়েল পরিচালিত এ সিনেমায় পরীমনির বিপরীতে অভিনয় করছেন সিয়াম আহমেদ।