
রাহাত হোসাইনঃ
বিভিন্ন ধরনের রোগ-ব্যাধি থাকলেও এখনও প্রতি বছরে সবচেয়ে বেশি মানুষ মারা যান হৃদরোগে আক্রান্ত হয়েই। ফলে হার্ট অ্যাটাকের লক্ষ্মণগুলি যদি আগে থেকে জানতে পারা যায় তাহলে তা সারিয়ে তোলার সুযোগটুকু অন্তত পাওয়া যেতে পারে। তাই হৃদরোগের আসল কারণ জানা প্রয়োজন। বিশেষজ্ঞরা বলেন, হার্ট অ্যাটাকের অন্তত একমাস আগে থেকে শরীর সঙ্কেত দিতে শুরু করে।
মেগ বেজের এক গবেষক বলেন, পুরুষের হার্ট অ্যাটাকের অন্যতম একটি কারণ হলো নারী। পারিবারিক বা সাংসারিক কলহের কারণে স্বামী এবং স্ত্রীর মাঝে স্বভাবতই মনঃক্ষুন্নতার ঘটনা ঘটে। আর সেখানে সংসারের পরিবেশ ঠিক রাখার জন্য স্বভাবতই পুরুষরা চুপ থাকে কিন্তু নারীরা তাদের যুক্তি একের পর এক তুলে ধরতে থাকে। নিজের যুক্তি ঠিক জেনেও পুরুষরা যখন মনের মাঝে শত অভিযোগ জমিয়ে চুপ থাকে তখন এই অভিযোগগুলোর পুরুষের হার্ট অ্যাটাকের কারণ হয়ে দাঁড়ায়।
গবেষক উদাহরণস্বরূপ আরো বলেছেন, ছোট ছোট বালুকণা দিয়ে যেমন মরুভূমির তৈরি তেমনি করে ছোট ছোট বউ কর্তৃক সাংসারিক অশান্তি গুলো হার্ট অ্যাটাকের তৈরি করে যা নারীরা সেই পুরুষ কে হারিয়ে ফেলার পর এই বুঝতে পারে।