
আজ রোববার বছরের তৃতীয় চন্দ্রগ্রহণ শুরু হয়েছে। বাংলাদেশ সময় সকাল ৯টা ৪ মিনিটে এ গ্রহণ শুরু হয়েছিল। সর্বোচ্চ গ্রহণ ছিল আজ সকাল সাড়ে ১০টায়। আর চন্দ্রগ্রহণটি শেষ হয়েছে বেলা ১১টা ৫৫ মিনিটে। তবে বাংলাদেশ থেকে এই চন্দ্রগ্রহণ দেখা যায় নি।
গ্রহণটির কেন্দ্রীয় গতিপথের বিবরণ দিয়ে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উপচ্ছায়া গ্রহণ শুরু হইয়েছিলো ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে, সর্বোচ্চ গ্রহণ হবে প্যারাগুয়ের আসুনসিওন শহরে এবং গ্রহণ শেষ হয়েছে পেরুর লিমা শহরে।
লাতিন আমেরিকার সব দেশসহ বিশ্বের চারটি অঞ্চল থেকে এ গ্রহণ দেখা গেছে। এ ছাড়া ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও আফ্রিকার দেশগুলো গ্রহণ দেখতে পেয়েছে।